ইমেইল এ তালাক দেয়ার পর, দেখার আগে ডিলেইট করলে তার বিধান কি ?

                      ইমেইল এ তালাক দেয়ার পর, দেখার আগে ডিলেইট করলে তার বিধান কি ?

আমার স্ত্রীর সাথে বনিবনা না হওয়ার কারণে আমি তাকে মেইলে তালাকনামা প্রেরণ করি এ মর্মে যে, তার হাতে মেইল পৌঁছানোর পর সে তালাক হয়ে যাবে। মেইলটি আমার শশুড় প্রথম দেখেন এবং তিনি স্ত্র্রীকে দেখান নি। এখন আমার জানার বিষয় হলো, তালাক পতিত হয়েছে কিনা?
উত্তর
ইমেইলে আপনি শর্ত করেছেন ইমেইলটি স্ত্রীর কাছে পৌছার পর সে তালাক। আর এটা স্ত্রীর নিকট পৌছে নি। তাই তালাক হবে না। তবে আপনার শশুর যদি আপনার স্ত্রীর সকল বিষয়ের দায়িত্ব আঞ্জাম দিয়ে থাকেন তাহলে তার নিকট পৌছার দ্বারা আপনার স্ত্রী তালাক হয়ে যাবে।

তথ্যপঞ্জি
১.ফতাওয়া কাযীখান: ১/২৮৭ মাকতাবাতুল ইত্তেহাদ,
২.আল মুহিতুল বুরহানী: ৪/৪৮৬ ইরাদাতুল কোরআন,
৩.বাদায়েউস সানায়ে: ৪/২৯২ দারুল হাদিসুল কাহেরা,
৪.ফাতাওয়া বাযযাযিয়্যাহ: ১/১২১ মাকতাবাতুল ইত্তেহাদ,
৫.ফতাওয়া নাওয়াযিল: ২১৫ দারুল ইমান,

Check Also

সদকায়ে ফিতর টাকা দ্বারা আদায় করার দলিল নেই?

শায়খ কাজি ইবরাহিম সাহেবের ফতোয়া দেখলাম। তার বক্তব্য অনুসারে টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায়ের কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *