শামায়েলে তিরমিযী

বই: শামায়েলে তিরমিযী

মূল লেখক: ইমাম তিরমিযী রাহি.।

অনুবাদক: মুফতী রেজাউল কারীম আবরার

প্রকাশক: দারুল উলূম লাইব্রেরী, বাংলাবাজার, ঢাকা।

 

এ বই ইমাম তিরমিযী রাহি. এর  বিখ্যাত “আশ শামায়িলুল মুহাম্মাদিয়্যাহ” এর ঝরঝরে অনুবাদ। এ বইয়ে হাদীসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপরুপ রুপময় কান্তি এবং তাঁর বিভিন্ন গুণাবলি ফুটিয়ে তুলা হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

Check Also

ইমাম বুখারির দেশে

বই: ইমাম বুখারির দেশে লেখক:  রেজাউল কারীম আবরার প্রকাশনায়: কালান্তর প্রকাশনী বুখারা, সমরকন্দ, তিরমিজ, নামগুলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *