ইসলাম ও কুফরের সংঘাত

বই: ইসলাম ও কুফরের সংঘাত

লেখক: মুফতিয়ে আযম মুফতী শফী রাহি.।

অনুবাদক:  রেজাউল কারীম আবরার

প্রকাশক” দারুল উলূম লাইব্রেরী, বাংলাবাজার, ঢাকা।

কিতাব পরিচিতি

কোন মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া কিংবা কোন কাফেরকে মুসলমান মনে করা একটি চূড়ান্ত স্পর্শকাতর বিষয়। এ ব্যাপারে সামান্য অবহেলা প্রদর্শন করলে নানা ধরণের ফিতনা মাথাচাড়া দিয়ে উঠবে। কোন মুসলমানকে কাফের বলার নির্দিষ্ট কিছু নিয়ম  আছে।

ইমামুল আসর আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরী রাহি. এর লিখিত “ইকফারুল মুলহিদিন” এ ব্যাপারে ব্যাপক সমাদৃত বই। মূল ভাষা আরবী হওয়ায় এবং কাশ্মীরী রাহি. এর উচ্চাঙ্গের তাহকিকের কারণে অনেকের কাছে সেটা কঠিন।  এজন্য ‘ইকফারুল মুলহিদিন’ কে উর্দূ ভাষায় সংক্ষিপ্ত করেছেন মুফতি মুহাম্মাদ শফিী রাহি.।

জাওয়াহিরুল ফিকহ এর প্রথম খণ্ডে  “উসুলুল আফকার ফি  উসুলিল আকফার’ নামে  সে পুস্তিকাটি রয়েছে। সেটারই অনুবাদ হলো “ইসলাম ও কুফরের সংঘাত”।

Check Also

ইমাম বুখারির দেশে

বই: ইমাম বুখারির দেশে লেখক:  রেজাউল কারীম আবরার প্রকাশনায়: কালান্তর প্রকাশনী বুখারা, সমরকন্দ, তিরমিজ, নামগুলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *