মাননীয় মুফতী সাহেব
আমার জানার বিষয় হলো, আকিকা করার সুন্নাত তরিকা কী? গোশত বন্টনের বিধান কী এবং কে কে আকিকার গোশত খেতে পারবে?
উত্তর
আকিকার সুন্নাহ সম্মত পদ্ধতি হলো, শিশুর জন্মের ৭ম দিনে অথবা ১৪ তম দিনে, অথবা ২১ তম দিনে আকিকা করা। আর গোশত বন্টন করার পদ্ধতি হলো, কাচা গোশত কিংবা রান্না করা গোশত মানুষকে বিতরণ করতে পারবে। আকিকার গোশত সবাই খেতে পারবে। মা, বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজনও খেতে পারবে। আল্লাহ সর্বজ্ঞ।
তথ্যসূত্র
* বুখারী শরীফ ২/৮২২, মাকতাবাতুল ইসলাম।
* আবু দাউদ: হাদীস নং ৩৯২।
* আল ফিকহুল হানাফী ফি ছাওবিহিল জাদিদ: ৫/২২৭, দারুল ঈমান
* ই’লাউস সুনান: ১৭/১২০, আল মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
রেজাউল কারীম আবরার
জামেয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি, ঢাকা।