বিয়ে করলে তুমি তালাক বলে কসম করলে করণীয় কী?

মাননীয় মুফতী সাহেব,
আমি কয়েকদিন পূর্বে আমার বর্তমান স্ত্রীকে ১ তালাক দিই, তারপর আমি সেই কথার সাথে আরেকটি কথা যুক্ত করি। সেটা হলো, আমি সামনে যাকে বিয়ে করব, সেও তালাক।
এখন আমার জানার বিষয় হলো, আমার জন্য এখন কী করা উচিৎ? শরিয়তের আলোকে উত্তম ফায়সালা কামনা করছি।
উল্লেখ্য যে, আমার প্রদত্ত বক্তব্য এখনও আমার বর্তমান স্ত্রীর কাছে পৌঁছায় নি।
নিবেদক
আবদুর রহমান , ডেমরা ঢাকা

উত্তর
প্রশ্নোল্লিখিত সূরতে আপনি আপনার স্ত্রীকে এক তালাক দেওয়ার কারণে আপনার স্ত্রীর উপর এক তালাকে রেজয়ী পতিত হয়েছে। তালাক পতিত হওয়ার ক্ষেত্রে স্ত্রী অবগত হওয়া না হওয়ার সাথে কোন সম্পর্ক নেই। এখন যদি তাকে আপনি ফিরিয়ে আনতে চান, তাহলে তিনটি মাসিক শেষ হওয়ার আগে ফিরিয়ে আনতে হবে।
দ্বিতীয়ত, আপনার কথা “সামনে আমি যাকে বিয়ে করব সে তালাক” এতে করে আপনি অন্য কাউকে যদি বিয়ে করেন, তাহলে সাথে সাথে এক তালাকে বায়েন পতিত হবে।
তৃতীয়ত আপনি অন্য কাউকে বিয়ে করার ক্ষেত্রে একটি কৌশল রয়েছে, যে পন্থা গ্রহণ করলে বিয়ে করলেও তালাক পতিত হবে না। সেটা হলো, আপনার অনুমতি ছাড়া অন্য কেউ আপনাকে বিয়ে করিয়ে দিবে। এ ক্ষেত্রে হয়ত আপনি চুৃপ থেকে লিখিত অনুমতি প্রদান করবেন। অথবা স্ত্রীর নিকট পূর্ণ কিংবা আংশিক মহর প্রদান করবেন। এর মাধ্যমে কোন ধরণের তালাক পতিত হওয়া ব্যতিত আপনার বিবাহ কার্যকর হবে।
তথ্যসূত্র
* মুখতাসারুল কুদুরী: পৃষ্ঠা নং ১৭২।
* আল জাওহারাতুন নায়্যিরাহ: ২/১৭৭।
* আহসানুল ফতোয়া: ৫/১১৭।
* রাদ্দুল মুহতার: ৩/১৪১।

Check Also

সদকায়ে ফিতর টাকা দ্বারা আদায় করার দলিল নেই?

শায়খ কাজি ইবরাহিম সাহেবের ফতোয়া দেখলাম। তার বক্তব্য অনুসারে টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায়ের কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *