বিষয়: কসর নামাজ প্রসঙ্গে।
মুহাতারাম, আমি মিরপুর ১২ তে থাকি। বাড়ি সিলেট। প্রতিবার বাড়ি যেতে হজরতপুর যেতে হয়। এতপর আবার মিরপুর হয়ে সিলেট যেতে হয়। তাহলে আমি কি হজরতপুর গিয়ে কসর করতে পারব?
অনেক সময় হজরতপুর থেকে মিরপুর এসে জোহর নামাজ পড়তে হয়। আমি কি মিরপুরে নামাজ কসর করতে পারব?
উত্তর
আপনার জন্য হজরতপুর গিয়ে মিরপুর আসা পর্যন্ত কসর করা জায়েজ হবে না। কারণ, হজরতপুর থেকে পূণরায় ঢাকা সফরে প্রবেশের কারণে এটা সিলেট সফরের সাথে সংযুক্ত হবে না। এরপর যখন আপনি মিরপুর থেকে পূণরায় সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন, তখন ঢাকা সিটি কর্পোরেশন এলাকা ত্যাগ করার পর আপনি কসর করা শুরু করবেন।
তথ্যপঞ্জি
*আল ফিকহ আলা মাজাহিবিল আরবাআ: ১/৩৬৭।
* হাশিয়াতুত তাহতাবি আলা মারাক্বিল ফালাহ: ৪৬১।
* ফতোয়া আল হিন্দিয়্যাহ: ১/১৯৯।