শেষ জামানার ফিতনা

বই: শেষ জামানার ফিতনা

লেখক: আবদুর রশিদ তারাপাশী, রেজাউল কারীম আবরার

শেষ জামানায় উম্মাহর ওপর ঝরে পড়তে থাকবে তাগাছেঁড়া মতির দানার মতো অব্যাহত এক একটি ফিতনা। কাফিররা মুসলমানদের ছিঁড়েখুঁড়ে খেতে পরস্পরকে ডাকাডাকি করতে থাকবে, যেভাবে বন্ধুদের আহ্বান করা হয় খাবারের দস্তারখানের দিকে।সেই দুর্যোগ যখন উম্মাহর মাথার ওপর আপতিত, তখন যে মিম্বার থেকে উম্মাহকে সচেতন করার কথা, সেই মিম্বারওয়ালারাই আজ অচেতন। যে যুবশ্রেণি ওই বন্যাধারার বিরুদ্ধে হওয়ার কথা সদ্দে সিকান্দরি, তারা আজ বেঘোর ঘুমে আচ্ছন্ন।শেষ জামানার ফিতনা মূলত অবচেতন জাতিকে চেতনাদীপ্ত করে তোলার একটি প্রয়াস। উম্মাহর কান্ডারিদের তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলার একটা চেষ্টা।ফিতনার ভয়াবহতার বর্ণনা, শত্রুদের প্রস্তুতির বিবরণ এবং ফিতনা থেকে উত্তরণের উপায় নিয়ে গ্রন্থটিতে আলোচনা করা হয়েছে বিশদভাবে।

Check Also

ইমাম বুখারির দেশে

বই: ইমাম বুখারির দেশে লেখক:  রেজাউল কারীম আবরার প্রকাশনায়: কালান্তর প্রকাশনী বুখারা, সমরকন্দ, তিরমিজ, নামগুলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *