মসজিদের নিচে মার্কেট বানানো সংক্রান্ত
মুহতারাম, আমাদের মসজিদ নির্মাণের পর থেকে তিন বা চার বছর কাচা ছিল। এরপর মসজিদ পাকা করা হয়। মসজিদের স্থায়ী কোন আয় না থাকায় এবং এলাকায় মুসলমানদের সংখ্যা কম হওয়ার কারণে মসজিদের খরচ চালানো কঠিন। এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, মসজিদের নিচ তলায় দোকান করে মসজিদের স্থায়ী আয়ের ব্যবস্থা করা হবে। এখন আমার জানার বিষয় হলো, এভাবে নিচ তলা দোকান বানানো জায়েজ আছে কিনা?
উত্তর
মসজিদের নিচতলায় দোকান বা মার্কেট বানোনোর ক্ষেত্রে ইসলামী শরীয়ার মূলনীতি হলো, ওয়াকফকারী ওয়াকফের সময় এ নিয়ত করতে হবে। যদি ওয়াকফের সময় নিয়ত করে থাকে, অথবা কাগজের মাধ্যমে আপনারা জানতে পারেন, তাহলে নিচতলা দোকান বানানো জায়েজ হবে। অন্যথায় জায়েজ হবে না। আল্লাহ সর্বজ্ঞ।
তথ্যসূত্র
* আল মুহিতুল বুরহানী: ৯/১২৭।
* ফতোয়া তাতারখানিয়ী: ৮/১৬২।
* ফতোয়া শামী: ৬/৫৪৯।