বিয়েতে কনের অনুমতি নেওয়ার পদ্ধতি

মুহাতরাম, আমাদের এলকায় প্রচলন আছে যে, কনের থেকে অনুমতি নেওয়ার সময় বরপক্ষ এবং কনের পক্ষে থেকে দুইজন করে সাক্ষী উপস্থিত থাকতে হয়। মানুষ মনে করে করে অনুমতি নেওয়ার সময় বরপক্ষের দুইজন সাক্ষীর উপস্থিত থাকা জরুরী। এখন আমার জানার বিষয় হলো, কনের অনুমতি নেওয়ার সময় আসলেই বরপক্ষের সাক্ষী থাকা জরুরী কিনা?

উত্তর:

পাত্রী থেকে অনুমতি নেওয়ার সময় বরপক্ষের কোন সাক্ষী ‍উপস্থিত থাকার বিধান ইসলামে নেই এবং সেটা আবশ্যকও নয়। কনের পক্ষ থেকে কেউ অনুমতি নিয়ে  নিলেই হয়ে যাবে। আল্লাহ সর্বজ্ঞ। 

তথ্যসূত্র

* সুনান আন নাসাঈ: হাদীস নং ৩২৬৮।

* আল বাহরুর রায়েক: ৩/১৯২।

* রাদ্দুল মুহতার: ৪/৯৮।

Check Also

সদকায়ে ফিতর টাকা দ্বারা আদায় করার দলিল নেই?

শায়খ কাজি ইবরাহিম সাহেবের ফতোয়া দেখলাম। তার বক্তব্য অনুসারে টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায়ের কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *