কারা ছিলেন আশআরি, মাতুরিদি আকিদার অনুসারী?
টেনে টুনে এক পৃষ্ঠা আরবি পড়তে না পারা ব্যক্তি যখন ফতোয়া দেয়, আশআরি, মাতুরিদিরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভূক্ত নয়! শুদ্ধ করে কুরআন পড়তে না পারা ব্যক্তিও যখন আকিদার বড়ভাই সেজে যায়, বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে না।
আশআরি, মাতুরিদিরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভূক্ত কিনা? এ আলোচনা আজ করব না। আজ আমরা আমাদের মহান ইমামদের মধ্যে কারা কারা আশআরি মাতুরিদি ছিলেন, তাদের ছোট একটি তালিকা আপনাদের সামনে তুলে ধরছি। যাতে পাঠকের কাছে অন্তত স্পষ্ট হয় যে, কারা কারা আকিদার এ ধারার অনুসারী ছিলেন?
মুফতি রেজাউল হক প্রণীত আকিদাতুত তাহাবি এর ব্যাখ্যাগ্রন্থ “আল আসিদাতুস সামাওয়্যিাহ” তে যে তালিকা তুলে ধরা হয়েছে, আমরা এখানে সে তালিকা তুলে ধরছি। আশআরি, মাতুরিদি ধারার অনুসারী ইমামরা হলেন:
* ইবনে হিব্বান (৩৫৪ হিজরি)। সহিহ ইবনে হিব্বান এর লেখক।
* দারা কুতনি (৩৮৫ হিজরি)। সুনান দারা কুতনি এর লেখক।
* তাবারানী (৩৬০ হিজরি)। আল মু’যামুল কাবীর, আল মু’যামুল আওসাত এবং আল মু’যামুস সাগির এর লেখক।
* আবুল লাইছ সামারকান্দি (৩৭৩ হিজরি)। তাফসিরে বাহরুল উলূম এর লেখক।
* হাকিম নিশাপুরি (৪০৫ হিজরি)। আল মুসতাদরাক এর লেখক।
* আবু নুয়াইম আসফাহানি (৪৩০ হিজরি) হিলয়াতুল আউলিয়া এর লেখক।
* ইবনে বাত্তাল (৪৪৯ হিজরি)। বুখারি শরীফ এর ব্যাখ্যাকার।
* আবু বকর বায়হাকি ( ৪৫৮৮ হিজরি)। আস সুনানুল কুবরা, শুআবুল ঈমান সহ অসংখ্য কিতাবের লেখক।
* খতিবে বাগদাদি (৪৬৩ হিজরি)। তারিখ বাগদাদ এর লেখক।
* আবুল হাসান আল মাওয়ারদি। (৪৫০ হিজরি)। আন নুকাত ওয়াল উয়ূন এর লেখক।
* আবুল য়ুসর বাজদাওয়ী। (৪৯৩ হিজরি)। উসুলুদ দ্বীন এর লেখক।
* আবু হামিদ গাজালি (৫০৫ হিজরি)। ইহয়াউ উলূমিদ দ্বীন এর লেখক।
* আবুল মুঈন আন নাসাফি (৫০৮ হিজরি)। তাবসিরাতুল আদিল্লাহ এর লেখক।
* নাজমুদ্দীন উমর আন নাসাফি (৫০৮ হিজরি)। আল আকায়িদুন নাসাফিয়্যাহ এর লেখক।
* মুহিউস সুন্নাহ বাগাবি (৫১০ হিজরি)। মাআলিমুত তানজিল এর লেখক।
* কাজি ইয়ায (৫৪৪ হিজরি)। ইকমালুল মু’লিম এর লেখক।
* ইবনে আতিয়্যাহ আল উন্দুলিসি (৫৪৬হিজরি) আল মুহারারুল ওয়াজিজ এর লেখক।
* ইবনে আসাকির (৫৭১ হিজরি)। তারিখে দিমাশক এর লেখক।
* আবুল কাসিম আস সুহাইলি (৫৮১ হিজরি)। আর রাওজুল উনুফ এর লেখক।
* আলা উদ্দিন কাসানি (৫৮৭ হিজরি)। বাদায়িউস সানায়ি এর লেখক।
* বুরহান উদ্দিন আল মারগিনানি ( ৫৯৩ হিজরি)। হেদায়া এর লেখক।
* ইবনুল জাওযি (৫৯৭ হিজরি)। কিতাবুল মাওজুআত এর লেকক।
* ফখরুদ্দিন রাজি (৬০৬ হিজরি)। তাফসিরে মাফাতিহিল গাইব এর লেখক।
* ইবনুল আছির (৬৩০ হিজরি)। আল কামিল ফিত তারিখ এর লেখক।
* ইবনুস সালাহ (৬৪৩ হিজরি)। মুকাদ্দিমা ইবনুস সালাহ এর লেখক।
* যাকি উদ্দিন মুনজিরি (৬৫৬ হিজরি)। আত তারগিব ওয়াত তারহিব এর লেখক।
* শামছুদ্দিন কুরতুবি (৬৭১ হিজরি)। আল জামি’ লি আহকামিল কুরআন এর লেখক।
* মুহি উদ্দিন নববি (৬৭৬ হিজরি)। আল মিনহাজ, রিয়াজুস সালেহীন, আল মাজমু এর লেখক।
* ইবনে খাল্লিকান (৬৮১ হিজরি)। ওয়াফায়াতুল আ’য়ান এর লেখক।
* নাসির উদ্দিন বায়যাবি (৬৮৫ হিজরি)। আনওয়ারুত তানজিল এর লেখক।
* ইবনে দাকিকিল ঈদ (৭০২ হিজরি)। ইহকামুল আহকাম এর লেখক।
* হাফিজ উদ্দিন নাসাফি (৭১০ হিজরি)। মাদারিকুত তানজিল এর লেখক।
* জামাল উদ্দিন মিযযি (৭৪২ হিজরি)। তাহযিবুল কামাল এর লেখক।
* আবু হাইয়্যান উনদুলুসি (৭৫৪ হিজরি)। আল বাহরুল মুহিত এর লেখক।
* জামাল উদ্দিন জায়লায়ী (৭৬২ হিজরি)। নাসবুর রায়াহ এর লেখক।
* সালাহ উদ্দিন সাফাদি (৭৬৪ হিজরি)। আল ওয়াফী বিল ওফায়াত এর লেখক।
* আবু মুহাম্মাদ আল ইয়াফিয়ি (৭৬৮ হিজরি)। মিরআতুল জিনান এর লেখক।
* তাজ উদ্দিন সুবকি (৭৭১ হিজরি)। তাবাকাতুশ শাফিয়্যাতিল কুবরা এর লেখক।
* ইবনে কাসির (৭৭৪ হিজরি)। তাফসিরে ইবনে কাসির এর লেখক।
* শামছুদ্দীন কিরমানি (৭৮৬ হিজরি)। আল কাওয়াকিবুদ দারারি এর লেখক।
* ইবনুল মুলাক্কিন (৮০৪ হিজরি)। আল বাদরুল মুনীর এর লেখক।
* নুর উদ্দিন হাইছামি (৮০৭ হিজরি)। মাজমাউজ যাওয়াইদ এর লেখক।
* ইবনে খালদুন (৮০৮ হিজরি)। তারিখে ইবনে খালদুন এর লেখক।
* ইবনে হাজার আসকালনি (৮৫২ হিজরি)। ফাতহুল বারি এর লেখক।
* বাদরুদ্দীন আইনী (৮৫৫ হিজরি)। উমদাতুল কারী এর লেখক।
* কামাল ইবনুল হুমাম (৮৬১ হিজরি)। ফাতহুল কাদির এর লেখক।
* জালাল উদ্দিন মুহাল্লি (৮৬৪ হিজরি)। জালালাইন এর একাংশের লেখক।
* শামছুদ্দীন সাখাবি (৯০২ হিজরি)। আল মাকাসিদুল হাসানাহ এর লেখক।
* জালাল উদ্দিন সুয়ুতী (৯১১ হিজরি)। জালালাইন, আল ইতকান এর লেখক।
* শিহাব উদ্দিন কাসতাল্লানি (৯২৩ হিজরি)। ইরশাদুস সারি এর লেখক।
* জাকরিয়া আনসারি (৯২৬ হিজরি)। আসনাল মাতালিব এর লেখক।
* ইবনে কামাল পাশা। (৯৪০ হিজরি)। তাবাকাতুল ফুকাহা এর লেখক।
* ইবনে নুজাইম (৯৭০ হিজরি)। আল বাহরুর রায়েক এর লেখক।
* ইবনে হাজার হাইতামি (৯৭৪ হিজরি)। আল ফাতাওয়া আল হাদিসিয়্যাহ এর লেখক।
* মোল্লা আলি কারী (১০১৪ হিজরি)। মিরকাতুল মাফাতিহ এর লেখক।
* আবদুর রউফ মুনাবি (১০৩০ হিজরি)। ফাইযুল কাদির এর লেখক।
* যুরকানী (১১২২ হিজরি)। মুয়াত্তা এর ব্যাখ্যাকার।
* শাহ ওয়ালিউল্লাহ দেহলবি (১১৮৬ হিজরি)। হুজ্জাতুল্লাহ আল বালিগা এর লেখক।
* মুরতাজা আয যাবিদি ( ১২০৫ হিজরি)। ইতহাফুস সাদাতিল মুত্তাকিন এর লেখক।
* ইবনে আবিদিন শামী (১২৫২ হিজরি)। রাদ্দুল মুহতার এর লেখক।
আশআরি, মাতুরিদি ধারার উলামাদের একটি সংক্ষিপ্ত তালিকা আপনাদের সামনে তুলে ধরা হলো। তাদের লিখিত কিতাব গণনা করলে শেষ করা যাবে না। তারা তাদের লিখনীতে আশআরি, মাতুরিদি আকিদার কথা লিখে গিয়েছেন! আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন।