উসমানিরা মাজহাব মানার কারণে এবং তাসাওউফপন্থি হওয়ার কারণে তাদের তাকফির করে আলে সৌদকে উসমানিদের রক্ত হালাল করে দেন সৌদি আরবের ক*থিত মুজাদ্দিদ মুহাম্মাদ বিন আবদুল ওয়াহ্হাব নজদি।
বৃটিশের সহযোগিতায় কারা খেলাফতের পতন ঘটিয়েছিল, এ প্রজন্মের সে ইতিহাস জানা দরকার। কারা মক্কা মদিনায় তুর্কিদের হ*ত্যা করেছিল, এ প্রজন্মের সে ইতিহাসও জানা দরকার।
বৃটিশদের সেবাদাস হয়ে খেলাফতের সূর্য নিভিয়ে যে রাস্ট্রের সূচনা হয়েছিল, সে রাস্ট্রের নাম আজকের সৌদি আরব!
শুরু থেকেই তারা একদল রাজদাস আলেম তৈরী করেছে! রাজার ফরমায়েশই তাদের কাছে চূড়ান্ত! রাজার রাজতন্ত্র যা কিছুই করুক, সেটার ব্যাপারে কিছুই বলা যাবে না!
এই তো কিছুদিন আগে সৌদি আরবের এক আলেম জুমার খুতবায় বসেছিলেন, এম, বি, এস ইত্তাক্বুল্লাহ! আপনারা আল্লাহকে ভয় করুন! তার ঠিকানা কোথায় হয়েছে জানেন? কারাগারে!
পেট্রো ডলারের মুরিদ শায়খ আমাদের দেশেও অনেক। তাদের মতে দিনের ভোট রাতে করে জোরপূর্বক ক্ষমতায় যাওয়া সরকারের সমালোচনাও খারেজিয়্যাত!
আবু বকর জাকারিয়া এবং জামশেদ মজুমদারদের আমি এ জায়গায় ধন্যবাদ জানাই। তারা তাদের রাজদাস আদর্শে অন্তত ভ*ণ্ড না! নিজেদের রাজদাস আদর্শ সাহস করে প্রকাশ করতে পেরেছে!
খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে , তুর্কি মুসলমানদের হত্যাকারী চূড়ান্ত পর্যায়ের খারেজিরা আজ মিল্লাতের পতাকাবাহী জা*ন*বা*জদের খারেজি বলে! এ প্রজন্ম যত দ্রুত নজদিদের চিনবে, উম্মাহর ততোই কল্যাণ হবে।