ওরিয়েন্টালিজম : স্বরূপ সন্ধান
লেখক : মুফতি রেজাউল কারীম আবরার
প্রকাশনী : দারুল উলূম লাইব্রেরী
বিষয় : ইসলামি গবেষণা
হাদিসের প্রাণিকতা যারা অস্বীকার করে, তাদের মাঝে অন্যতম হলো ওরিয়েন্টালিস্টরা। মানুষের অন্তরে হাদিসের ব্যাপারে সংশয় সৃষ্টি করা তাদের অন্যতম মিশন। এ বইয়ে হাদিসের প্রামাণিকতা এবং এবং হাদিসের ব্যাপারে তাদের সৃষ্ট কিছু আপত্তির জবাব প্রদান করা হয়েছে।