আকিদা ও সুন্নাহ

বইয়ের নাম: আকিদা ও সুন্নাহ

লেখক: মুফতি রেজাউল কারীম আবরার

প্রকাশনায়: কালান্তর প্রকাশনী

 

উম্মাহর মধ্যে বর্তমানে আকিদা ও সুন্নাহকে কেন্দ্র করে বিশৃঙ্খলা অনেক বেশি। আকিদার নামে সাধারণ মুসলিমদেরকে এমন সূক্ষ্ম আলোচনার দিকে ধাবিত করা হচ্ছে, ক্ষেত্রবিশেষে যেগুলো তাদের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

আকিদার ক্ষেত্রে ১৪০০ বছরের উম্মাহর মহান ইমামদের আকিদাই হলো প্রকৃত সালাফি আকিদা। কিন্তু আজ ‘সালাফি আকিদা’ নামে আমাদের এমন আকিদা শেখানোর চেষ্টা করা হচ্ছে, সালাফের সঙ্গে যে আকিদার কোনো সম্পর্ক নেই।

আল্লাহর সিফাতের ব্যাপারে সালাফের স্বীকৃত দুটি আকিদা ‘তাফওয়িজ’ ও ‘তাবিল’। বক্ষ্যমাণ গ্রন্থে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ ব্যাপারে কুরআন-হাদিসের বর্ণনার পাশাপাশি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে সালাফে সালিহিনের মতামতও।

‘তানাউয়ে সুন্নাহ’ তথা এক বিষয়ে একাধিক সুন্নাহ ইসলামের একটি স্বীকৃত বিষয়। সালাফ এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। নামাজের বিভিন্ন ক্ষেত্রে রাসুল সাঃ থেকে একাধিক সুন্নাহ প্রমাণিত। বর্তমানে একটি সুন্নাহকে প্রাধান্য দিতে গিয়ে আরেকটিকে জাল প্রচার করে সাধারণ মানুষকে ফিতনার দিকে ধাবিত করা হচ্ছে।

আকিদা ও সুন্নাহ গ্রন্থটি মূলত অধমের কয়েকটি প্রবন্ধের সংকলিত রূপ। এতে আকিদা ও নামাজের ক্ষেত্রে আমাদের সুন্নাহসম্মত পদ্ধতি নিয়ে দালিলিক আলোচনা করা হয়েছে।

গ্রন্থটি আলোর মুখ দেখার পেছনে সবচেয়ে বেশি অবদান আমার বড়ভাই কালান্তর প্রকাশনীর প্রকাশক আবুল কালাম আজাদের। তিনি আন্তরিক ইচ্ছা ও তাগাদার কারণে বিক্ষিপ্ত লেখাগুলো আলোর মুখ দেখতে পেরেছে। আমাকেও কাজে উৎসাহিত করেছে। আল্লাহ তাঁকে দুনিয়া-আখিরাতে উত্তম বিনিময় দিন। তাঁর ছেলে, আমার ভাগনা মুহাম্মাদ আল ফাতিহকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমিন।

আকিদা ও সুন্নাহ প্রথম খণ্ড আপনাদের সামনে এলো। আশা করি এ সিরিজটি চলমান থাকবে ইনশাআল্লাহ।

যদি কারও নজরে কোনো ভুলত্রুটি ধরা পড়ে, আমাদের জানালে পরবর্তী সংস্করণে শুধরে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন।

Check Also

ইমাম বুখারির দেশে

বই: ইমাম বুখারির দেশে লেখক:  রেজাউল কারীম আবরার প্রকাশনায়: কালান্তর প্রকাশনী বুখারা, সমরকন্দ, তিরমিজ, নামগুলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *