টাখনুর নিচে আবা পরিধান করা যাবে?

বর্তমানে অনেক বক্তাকে দেখা যায় যে, পাঞ্জাবির উপর আবা পরিধান করেন। দুঃখজনক হলেও সত্য যে, অনেকে আবা টাখনুর নিচে গিয়ে মাঠি স্পর্শ করে ফেলে। অনেকে মনে করে যে, আবা টাখনুর নিচে পরিধান করলে সমস্যা নেই!

পুরুষের ক্ষেত্রে ইসলামী শরিয়ার বিধান হলো, তাদের জন্য কোন পোশাক টাখনুর নিচে পরিধান করা জায়েজ নেই। আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
مَا أَسْفَلَ مِنْ الْكَعْبَيْنِ مِنْ الْإِزَارِ فَفِي النَّارِ
অর্থাৎ টাখনুর নিচের যে অংশ লুঙ্গি দ্বারা ঢাকা থাকে, সে অংশ জাহান্নামে যাবে।-বুখারি: ৫৭৮৭।

এ হাদিস ইমাম বুখারি রাহি. যে পরিচ্ছেদে উল্লেখ করেছেন, সে পরিচ্ছেদের নামকরণ করেছেন এভাবে:
بَاب مَا أَسْفَلَ مِنْ الْكَعْبَيْنِ فَهُوَ فِي النَّارِ
অর্থাৎ টাখনুর নিচের ঢেকে রাখা অংশ জাহান্নামে যাওয়া প্রসঙ্গে।

পরিচ্ছেদের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানি রাহি. লিখেন :

أطلق في الترجمة لم يقيده بالإزار كما في الخبر إشارة إلى التعميم في الإزار والقميص وغيرهما
অর্থাৎ পরিচ্ছেদে পোশাকের ব্যাপারটি ব্যাপক রাখা হয়েছে। লুঙ্গির সাথে নির্দিষ্ট করা হয় নি। যেমনভাবে হাদিসেও ব্যাপকতার দিকে ইঙ্গিত রয়েছে যে, লুঙ্গি, জামা এবং অন্যান্য পোশাকও এ বিধানের অন্তর্ভূক্ত থাকবে। -ফাতহুল বারী: ১০/২৮৯।

আবু যর রাযি. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
্র ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ . قُلْتُ مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَدْ خَابُوا وَخَسِرُوا أَعَادَهَا ثَلاَثًا. قُلْتُ مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ خَابُوا وَخَسِرُوا فَقَالَ الْمُسْبِلُ وَالْمَنَّانُ وَالْمُنْفِقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ  الْفَاجِرِ
অর্থাৎ তিন প্রকারের লোকদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। তাদের দিকে তাকাবেন না। তাদের পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রনাদায়ক শাস্তি। সাহাবি জিজ্ঞাসা করলেন তারা কারা?
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন: যে টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে। যে খোটা দেয়। মিথ্যা কসম করে যে পণ্য বিক্রি করে।- আবু দাউদ: আবু দাউদ: ৪০৮৯।

অনেকে মনে করে যে, অহংকারবশত না হলে টাখনুর নিচে পরিধান করা যাবে। টাখনুর নিচে পরিধান করাই হলো অহংকার। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
وَإِيَّاكَ وَإِسْبَالَ الْإِزَارِ فَإِنَّهَا مِنْ الْمَخِيلَةِ وَاللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لَا يُحِبُّ الْمَخِيلَةَ
অর্থাৎ তোমরা জামা লুঙ্গির নিচে ঝুলানো থেকে বিরত থাকো। কারণ এটা অহংকার। আর আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না।-মুসনাদে আহমদ: ১৬৬১৬।

এজন্য শুধু আবা না, পুরুষের জন্য টাখনুর নিচে কোন পোশাক পরিধান করা জায়েজ নেই।

Check Also

সদকায়ে ফিতর টাকা দ্বারা আদায় করার দলিল নেই?

শায়খ কাজি ইবরাহিম সাহেবের ফতোয়া দেখলাম। তার বক্তব্য অনুসারে টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায়ের কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *