রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের তৈরী নাকি মাঠির তৈরী? এটি আমাদের দেশে বহুল বিতর্কিত একটি বিষয়। যদিও সালাফে সালেহিন এর আকিদার কিতাবে এমন কোন আলোচনা পাওয়া যায় না। আজ আমরা আলোচনা করব আদম সৃষ্টির ১৪ হাজার বছর আগে নবী নুর থাকা সংক্রান্ত একটি বর্ণনা নিয়ে।
সালমান ফার্সি রাযি. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
كنت انا وعلي نورا بين يدي الله عز وجل قبل ان يخلق آدم بأربعة عشر ألف عام فلما خلق الله آدم قسم ذلك النور جزءين فجزء أنا وجزء علي عليه السلام
অর্থাৎ আমি এবং আলী আদম সৃষ্টির ১৪ হাজার বছর আগে আল্লাহর কাছে নুর হিসেবে ছিলাম। এরপর আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, সে নুরকে তিনি দুইভাগে ভাগ করলেন। এক ভাগ হলাম আমি এবং আরেক ভাগ হলো আলী।- ফাযায়িলুস সাহাবা: ১১৩০।
এ বর্ণনার সনদ হলো:
حدثنا الحسن قثنا أحمد بن المقدام العجلي قثنا الفضيل بن عياض قثنا ثور بن يزيد عن خالد بن معدان عن زاذان عن سلمان قال سمعت حبيبي رسول الله صلى الله عليه وسلم يقول
ইমাম আহমদ বর্ণনা করেছেন হাসান থেকে, তিনি আহমদ বিন মিকদাম আল ইজলি থেকে, তিনি ফুজাইল বিন ইয়াজ থেকে, তিনি ছাওর বিন ইয়াজিদ থেকে, তিনি খালিদ বিন মা’দান থেকে, তিনি জাযান থেকে, তিনি সালমান ফার্সি থেকে।
এ হাদিসের হাসান দ্বারা উদ্দেশ্যে হলেন হাসান বিন আলি আল বাসরি। কারণ, ১১২৯ নং বর্ণনায় ইমাম আহমদ বলেছেন হাদ্দাসানা হাসান বিন আলি আল বাসরি। এরপর ১১৩৪ নাম্বার বর্ণনা পর্যন্ত শুধু বলেছেন হাদ্দাসানা হাসান। এর থেকে সহজেই অনুমেয় যে হাসান দ্বারা উদ্দেশ্য হলেন হাসান বিন আলী আল বাসরি।
এছাড়া এ হাদিস ইমাম ইবনে আসাকির ‘তারিখে দিমাশক’ এর ৪২/৬৭ পৃষ্ঠায় এবং ইমাম মাগাযিলি “কিতাবুল মানাক্বিব’ এর ৮৭ নং পৃষ্ঠায় সনদসহ বর্ণনা করেছেন। সেখানে তারা স্পষ্ট লিখেছেন যে হাসান বিন আলি আল বাসরি।
এবার আমরা হাসান বিন আলি বাসরি এর অবস্থা সম্পর্কে জানব। তার ব্যাপারে ইমাম ইবনে আদি রাহি. বলেন:
يضع الحديث ويسرق الحديث
অর্থাৎ তিনি হাদিস জাল করতেন এবং চুরি করতেন।- আল কামিল: ইবনে আদি: ৩/১৯০।
ইমাম ইবনে হিব্বান বলেন:
يروي عن شيوخ لم يرهم ويضع على من رآهم الحديث
অর্থাৎ তিনি যে শায়খদের পান নি, তাদের থেকে হাদিস বর্ণনা করতেন। যাদের পেয়েছেন তাদের থেকে হাদিস জাল করেন।
এরপর তার ব্যাপারে আরও কিছু আলোচনা করে ইবনে হিব্বান বলেন:
قد حدث عن الثقات بالأشياء الموضوعات
অর্থাৎ তিনি বিশ্বস্ত বর্ণনাকারীদের থেকে জাল হাদিস বর্ণনা করতেন।-কিতাবুল মাজরুহিন: ১/২৪১।
হাসান বিন আলি আল বাসরি এর কারণে এ বর্ণনাটি জাল। কোনভাবেই এ বর্ণনা দিয়ে দলিল পেশ করা জায়েজ নয়। ইমাম ইবনুল জাওযি রাহি. তার বিখ্যাত ‘কিতাবুল মাওযুয়াত’ এ এ বর্ণনা সম্পর্কে লিখেন:
من أمثال ما وضعوه في مناقب على رضى الله عن من الاحاديث المكذوبة،…… عن سلمان قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: كنت أنا وعلى نورا بين يدى الله قبل أن يخلق آدم بأربعة عشر ألف عام، فلما خلق الله آدم قسم ذلك النور جز أين، جزء أنا وجزء على
অর্থাৎ আলী রাযি. এর মর্যাদা সংক্রান্ত যে সকল মিথ্যা বর্ণনা জাল করা হয়েছে, তার মাঝে একটি হলো সালমান ফার্সি থেকে বর্ণিত আদম সৃষ্টির ১৪ হাজার বছর আগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাযি. নুর হয়ে থাকা সংক্রান্ত বর্ণনা।-আল মাওযুআত: ১/১১।
ইসলামে জাল বর্ণনা মানুষের সামনে পেশ করা হারাম। সেটা দিয়ে দলিল দেওয়া হারাম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালবাসার নামে জাল হাদিস পেশ করা থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তাওফিক দান করুন।