আমার নবীজি
*
কারা জানি বলে—
আমার হৃদয়ে প্রেম-ভালোবাসা নেই!
অথচ আমি ভালোবাসি মাবুদের পরে যার আসন তাঁকে
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবকে
শ্রেষ্ঠতম সৃষ্টিকে
মানবকুলের সর্দারকে
আশ্চর্য চরিত্রের অধিকারীকে
অতুল সৌন্দর্য মণ্ডিত রাহমাতুল্লিল আলামীনকে
মা আমেনার নয়নমনিকে
সাহাবায়ে কেরামের পরশমনিকে
দু’জাহানের শিরমনি আমার নবীজিকে
হৃদয়ের সবটুকু আবেগ ও অনূভুতি উজাড় করে
আমি তাকে ভালোবাসি।
যিনি আমার আমার বিপদগমিতা
ত্রুটিমুক্ত আমল
পার্থিব জীবন সুখময় ভাবে জীবন পরিচালনা করা
পরকালীন যাবতীয় ক্ষতি অনিষ্ট থেকে বাঁচানোর জন্য
বিশ্বভূষণে মুক্তির দূত
আলোর দিশারী হয়ে এসেছিলেন।
যিনি ছিলেন নিমর্ল, স্বচ্ছ, সুন্দর ও পবিত্র
ব্যবহার ছিল স্নেহপূর্ণ, কোমল, বন্ধুসূলভ
বিশ্বাবাসীর জন্য নমুনা
আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয়
তবুও কারা জানি বলে—
আমার হৃদয়ে প্রেম-ভালোবাসা বলতে কিচ্ছু নেই!