কুরবানির পশু সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা

কোন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে?

উটগরুমহিষছাগলভেড়া এবং দুম্বা দিয়ে কুরবানি করা যাবে। এগুলো ছাড়া অন্যান্য প্রাণী দিয়ে কুরবানি করা জায়েজে নেই। -ফাতাওয়া কাজিখান ৩/৩৪৮বাদায়িউস  সানায়ে ৪/২০৫।

কুরবানির পশুর বয়স

উটের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হলো  ৫  বছর। গরু   এবং মহিষের ক্ষেত্রে দুই বছর।  ছাগলভেড়া এবং দুম্বা কমচয়ে কম ১ বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি ১ বছরের একটু কমও হয়কিন্তু দেখতে এক বছরের মতো মনে হলে   তা দ্বারাও কুরবানী করা জায়েয। তবে বয়স অবশ্যই ৬ মাস বা তার চেয়ে বেশি হতে হবে। ছাগলের বয়স এক বছরের কম হলে কুরবানি জায়েজ হবে না। -ফাতাওয়া কাযীখান ৩/৩৪৮।

 

 

পশু যদি কুরবানির জায়গায় হেটে যেতে না পারে দুর্বলতার কারণে, তাহলে সে  পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই।। -তিরমিজি: ১/২৭৫আলমগীরী ৫/২৯৭।

দাতবিহীন পশু দ্বারা কুরবানি

গুরু ছাগলের  ক্ষেত্রে মৌলিক মূলনীতি হলো, দেখতে হবে যে দাঁতগুলো আছে, ওইগুলো নিয়ে সে ঘাম চিবিয়ে খেতে পারে কি না? পারলে কুরবানি জায়েজ হবে। না পারলে  জায়েজ হবে না। ফাতাওয়া আলমগীরী ৫/২৯৮।

পশুর শিং  ভেঙ্গে গেলে

মাসআলা :  পশুর শিং একোরে গোড়া থেকে ভাঙ্গার কারণে যদি মস্তিস্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে  সে পশুর কুরবানি জায়েয নয়।  মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে তাহলে সেই পশু দ্বারা কুরবানী জায়েয। তাই যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙ্গে গেছে বা শিং একেবারে উঠেইনিসে পশু দ্বারা কুরবানী করা জায়েয। -জামে তিরমিযী ১/২৭৬সুনানে আবু দাউদহাদীস ৩৮৮। 

মাসআলা : যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা সে পশুর কুরবানী জায়েয নয়। আর যদি অর্ধেকের কম হয় তাহলে তার কুরবানী জায়েয। তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই। -জামে তিরমিযী ১/২৭৫মুসনাদে আহমাদ ১/৬১০ইলাউস সুনান ১৭/২৩৮ফাতাওয়া কাযীখান ৩/৩৫২আলমগীরী ৫/২৯৭-২৯৮

Check Also

ইবনে তাইমিয়া রাহি. এর মতে কুরবানি করা ওয়াজিব

দলিলের আলোকে কুরবানি ওয়াজিব হওয়ার বিষয়টি প্রমাণিত। কারণ, সুন্নাহ ইবাদাতের কাযা করতে হয় না। কাজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *