বারো মাসের করণীয় বর্জনীয়

বারো মাসের করণীয় বর্জনীয়
লেখক : মুফতি রেজাউল কারীম আবরার
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
গায়ের মূল্য : ৩৬০/-
শব্দালয় মূল্য : ১৯০/-
পৃষ্ঠা সংখ্যা : ৩২০
———————————
বইটি কেন পড়বেন?
আল্লাহ তাআলা অনুগ্রহ করে বিশেষ কিছু দিবস এবং রজনীকে আমাদের জন্য সম্মানিত করে দিয়েছেন, যে দিবস বা রজনীর মর্যাদা আল্লাহ তায়ালার নিকট অন্যান্য দিবস এবং রজনী থেকে অনেক বেশি। যেমন- শবেকদর হাজার মাস থেকে উত্তম। আরাফার দিনের রোযা পূর্বের এবং পরের দুই বছরের গোনাহের (সগিরা) কাফফারা হয়ে যায়।
কিছু মাসের বিশেষ আমল যেমনভাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক তেমনিভাবে আমাদের সমাজে কিছু কিছু মাসে এমন বহু আমল প্রচলিত আছে-যেগুলো সম্পূর্ণ বানোয়াট। কুরআন-হাদিসের সাথে যেগুলোর কোনো সম্পর্ক নেই। বিশেষ কোনো মাস বা দিনের কোন ফযিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোনটা প্রমাণিত নয়; এ বই আপনাকে সে সম্পর্কে পথপ্রদর্শন করবে ইনশাআল্লাহ। এ বিষয়ে লিখিত অন্যান্য বইয়ের তুলনায় এটি সম্পূর্ণ ব্যতিক্রম। বইটিতে প্রত্যেকটি আয়াত, হাদিস, আছার-এর রেফারেন্স উল্লেখ করা হয়েছে। হাদিস নিয়ে পর্যালোচনা করা হয়েছে।
আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে ‘মকসুদুল মুমিনীন’ ‘বারো চান্দের ফযিলত’সহ আরো কিছু অনির্ভরযোগ্য কিতাব বাজারে ছড়িয়ে-ছিটিয়ে আছে। সেগুলোতে বারো মাসের এমন বহু মনগড়া আমল উল্লেখ করা হয়েছে, কুরআন হাদিসের সাথে যেগুলোর কোনো সম্পর্ক নেই। বহু মনগড়া আমল দীর্ঘদিন থেকে আমাদের দেশে লোকজন করে আসছে। আমাদের ছোটবেলায় দেখতাম, শবেবরাতে গ্রামের অধিকাংশ ঘরে শিরনি, হালুয়া, রুটি ইত্যাদি বানানো হতো। অথচ শবেবরাতে শিরনি বানানোর কথা সহিহ হাদিসে থাকা দূরের কথা, কোনো দুর্বল হাদিসেও নেই!
— রেজাউল কারীম আবরার
………………………………………..
ইসলামি জীবনব্যবস্থায় খুব স্পষ্টভাবেই একটি বিষয় দেখা যায় যে, বিশেষ ইবাদত বন্দেগীতে যারা আগ্রহী, যারা আমল, যিকির, দোয়া ইত্যাদিতে আনন্দ পান তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকেই বিশেষ ফযিলতপূর্ণ দিন তারিখ সময় ও মুহূর্ত বা তাৎপর্যময় দিবস ও রজনী নির্ধারণ করা হয়েছে। বছরের বারোটি মাসের মধ্যে যখনই এ দিবস-রজনী, ক্ষণ ও মুহূর্ত আসুক আল্লাহর নৈকট্য, ক্ষমা ও সন্তুষ্টি লাভে আগ্রহী মানুষ এসবের খোঁজ ও কদর করেন। ঈমানদার নারী-পুরুষের জন্য এসব খুবই আনন্দ ও উদযাপনের মুহূর্ত। কুরআন ও সুন্নাহর আলোকে এসবের স্বরূপসন্ধান একটি প্রশংসনীয় ইলমি খিদমত। পাঠকের হাতের এ বইটি সে মহৎ উদ্দেশ্য নিয়েই সংকলিত।
এ বইয়ের অংশবিশেষ দেখে বুঝতে পেরেছি যে, যথেষ্ট পরিশ্রম করে বিশুদ্ধ উৎস থেকে লেখক এ সংকলনটি তৈরি করেছেন। বাংলাভাষী পাঠকসমাজের জন্য এটি খুব উপকারী সাব্যস্ত হবে বলে আমার বিশেষ করে এর লেখক মুফতি মাওলানা রেজাউল কারীম আবরার একজন প্রতিশ্রুতিশীল গবেষক আলেম। ইতিমধ্যে তার বেশ কয়েকটি বই পাঠকমহলে সমাদৃত হয়েছে। বিজ্ঞ উলামা মহলেও এসব বই আলোচিত হচ্ছে। আশা করি তার নতুন প্রয়াসটিও ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করবে।
— উবায়দুর রহমান খান নদভী

Check Also

ইমাম বুখারির দেশে

বই: ইমাম বুখারির দেশে লেখক:  রেজাউল কারীম আবরার প্রকাশনায়: কালান্তর প্রকাশনী বুখারা, সমরকন্দ, তিরমিজ, নামগুলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *