ইমাম আযম আবু হানিফা রাহি.

বই: হাদিস ও ফিকহের অনন্য ব্যক্তিত্ব: “ইমাম আযম আবু হানীফা রহ.”
লেখক: মুফতি রেজাউল কারিম আবরার।

রিভিউ লেখক: দিদারুল ইসলাম রাহাত৷

মুদ্রিত মূল্য: ১০০ টাকা।
প্রকাশনী: দারুল উলূম লাইব্রেরী, বাংলাবাজার।
প্রথম প্রকাশ: নভেম্বর, ২০১৫ ইং

★ লেখক পরিচিতি: রেজাউল কারিম আবরার। সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী গ্রামে ১৯৯৩ ঈসায়ী সনে, এ ধরায় আগমন করেন।

পিতা: মুহাদ্দিসুল আসর আল্লামা ইউসুফ বানুরি রহ.’র বিশিষ্ট জানিশীন, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম দ্বীন, শায়খুল হাদিস আল্লামা কুতবুদ্দীন জালালাবাদী (রহ.)।

লেখক প্রাতিষ্ঠানিক পড়াশুনার সর্বোচ্চ স্তর তাকমিল ফিল হাদিস (দাওরায়ে হাদিস) সম্পন্ন করেন ঢাকাস্থ জামিয়া ইকরায়। উলুমুল হাদিসের উপর তাখাসসুস (ডিগ্রি) লাভ করেন মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া থেকে। তাখাসসুস ফিল ফিকহ সম্পন্ন করেন জামিয়া আবু বকরে।

★ উক্ত বইয়ের বিষয়বস্ত:
১. যুগে-যুগে ইমামুল আযম আবু হানিফা (রহ.)’র উপর বিভিন্ন মিথ্যাচারের খন্ডন ও জবাব।
২. ইমাম আবু হানিফা কি তাবেয়ি ছিলেন?
৩. হাদিস বর্ণনার ক্ষেত্রে কি ইমাম আবু হানিফা দূর্বল?
৪. ফিকহে হানাফির কিছু বৈশিষ্ট্যের বর্ণনা।
৫. হাদিস সংকলনে লিখিত ইমাম আবু হানিফা (রহ.)’র, “কিতাবুল আছার” বইটি সম্পর্কে পর্যালোচনা।
এছাড়াও হানাফি মাযহাব সংক্রান্ত আরও বিভিন্ন শাখা-প্রশাখার আলোচনা– উক্ত বইটিতে স্থান পেয়েছে।

★ বর্তমানে কিছু ভাইয়েরা ইমাম আযম আবু হানিফা (রহ.)’র উপর বিভিন্ন মারাত্মক-মারাত্মক অপবাদ আরোপ করে থাকেন। তাদের সেইসব অপবাদের জবাব দিতে এবং বিজ্ঞ-সচেতন পাঠকমহল ও মুসলিম উম্মাহকে– ইমাম আবু হানিফা রহ. সম্পর্কে সচেতন করতেই, লেখকের এই মহৎ প্রয়াস।
আমরা লেখকের দীর্ঘায়ু কামনা করি!

Check Also

ইমাম বুখারির দেশে

বই: ইমাম বুখারির দেশে লেখক:  রেজাউল কারীম আবরার প্রকাশনায়: কালান্তর প্রকাশনী বুখারা, সমরকন্দ, তিরমিজ, নামগুলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *