আপনী কীভাবে নামায পড়বেন?

বই: আপনি কীভাবে নামায পড়বেন?

মূল লেখক: শায়খ আবু বকর আল হিন্দি

অনুবাদ ও সংযোজন: রেজাউল কারীম আবরার

প্রকাশনায়: দারুল উলূম লাইব্রেবী, ইসলামিক টাওয়ার, বাংলাবাজার, ঢাকা

 

বই পরিচিতি: উপমহাদেশে  এক দল লোক যুগের পর যুগ ধারাবাহিকভাবে  নামাজ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমাদের নামাজ সহিহ হাদিস অনুযায়ী হচ্ছে না, জাল নামাজ ইত্যাদি  বলে সাধারণ মানুষের মাঝে একেরপর এক ফিতনা তৈরী করে চলছে। বিজ্ঞ মুহাদ্দিসগণ এ ব্যাপারে শুরু থেকেই লেখালেখি করছেন।

 

এ ব্যাপারে শায়খ আবু বকর সাহেবের লেখা উর্দূ বইটি বেশ উপকারী। তিনি একেবারে তাকবিরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত আমাদের পুরো নামাজ নিয়ে দালিলিক আলোচনা করেছেন। টীকা তে হাদিসের মান নিয়ে বিস্তারিত কথা বলেছেন। বইয়ের সাথে অনুবাদকের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পরিশিষ্ট যোগ করা হয়েছে।

Check Also

ইমাম বুখারির দেশে

বই: ইমাম বুখারির দেশে লেখক:  রেজাউল কারীম আবরার প্রকাশনায়: কালান্তর প্রকাশনী বুখারা, সমরকন্দ, তিরমিজ, নামগুলো …

One comment

  1. Br. Rahul apnar ai boi niye challenge korese … doye kore apni challenge ta accept koren . Amra Apnar boker dom ta dekhte chai .Jajakallah Khairan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *