সিজদায় যাওয়ার সময় হাটুকে হাতের পূর্বে জমিনে রাখা সুন্নত

সিজদায় যাওয়ার সময় হাটুকে হাতের পূর্বে জমিনে রাখা সুন্নত

রেজাউল কারীম আবরার

বর্তমানে নামাজ কেন্দ্রিক যে সকল মাসআলা নিয়ে আমাদের দেশে বিতর্ক তৈরী করা হয়েছে, তার মাঝে একটি মাসআলা হলো, সিজদায় যাওয়ার সময় আগে হাটু মাটিতে রাখবেন? নাকি আগে হাত মাটিতে রাখবেন।
আমরা আগে হাটু মাটিতে রাখি। বর্তমানে কেউ কেউ এ পদ্ধতিকে জাল বা সহিহ হাদীস বিরোধী পদ্ধতি বলে প্রচারণা চালাচ্ছেন। আমরা আমাদের আমলের পক্ষের দলিল উল্লেখ করছি।

   এক নং দলিল
ওয়াইল বিন হুজর রাযি. বর্ণনা করেন,
رَأَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- إِذَا سَجَدَ وَضَعَ رُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ وَإِذَا نَهَضَ رَفَعَ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ.
অর্থাৎ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন তিনি সিজদা করতেন, তিনি হাটুকে হাতের পূর্বে জমিনে রাখতেন। যখন তিনি উঠতেন, তখন হাতকে হাটুর পূর্বে তুলতেন। তিরমিযি: ২৬৮, আবু দাউদ: ৮৩৮।

এ হাদীস বর্ণনা করার পর ইমাম তিরমিযি রাহি. বলেন:
هذا حديث حسن غريب لانعرف أحدا رواه مثل هذا عن شريك
والعمل عليه عند أكثر أهل العلم يرون أن يضع الرجل ركبتيه قبل يديه وإذا نهض رفع يديه قبل ركبتيه
وروى همام عن عاصم هذا مرسلا ولم يذكر فيه وائل بن حجر
অর্থাৎ এ হাদীসটি হাসান এবং গরিব। শারীক থেকে ইয়াজিদ বিন হারুন ছাড়া আর কেউ এ হাদীস বর্ণনা করেন নি।
অধিকাংশ ইমামদের আমল হলো এ হাদীসের উপর। তারা মতামত প্রদান করেন যে, নামাজী ব্যক্তি সিজদায় যাওয়ার সময় আগে হাটু রাখবে এবং পরে হাত জমিনে রাখবে। সিজদা থেকে উঠার সময় আগে আগে হাত তুলবে এবং পরে হাটু তুলবে।

হাম্মাম আসিম থেকে এ হাদীস মুরসালভাবে বর্ণনা করেছেন। তিনি ওয়াইল বিন হুজর রাযি. এর কথা উল্লেখ করেন নি।

 দুই নং দলিল
আনাস রাযি. বর্ণনা করেন:
رَأَيْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَبَّرَ فَحَاذَى بِإِبْهَامَيْهِ أُذُنَيْهِ ، ثُمَّ رَكَعَ حَتَّى اسْتَقَرَّ كُلُّ مَفْصَلٍ مِنْهُ فِى مَوْضِعِهِ ، وَرَفَعَ رَأْسَهُ حَتَّى اسْتَقَرَّ كُلُّ مَفْصَلٍ مِنْهُ فِى مَوْضِعِهِ ، ثُمَّ انْحَطَّ بِالتَّكْبِيرِ حَتَّى سَبَقَتْ رُكْبَتَاهُ يَدَيْهِ.
অর্থাৎ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তাকবির দিয়েছেন। এমনকি তিনি তাঁর হাতের আঙ্গুল কান বরাবর নিয়েছেন। এরপর তিনি রুকু করেছেন। তাঁর সব জোড়া বরাবর হয়ে গেছে। এরপর তিনি তাকবির বলে সিজদার জন্য ঝুকলেন। এ ক্ষেত্রে তাঁর হাটু হাতের আগে ঝুকেছে। আল মুসতাদরাক: ৮২২।

এ হাদীস বর্ণনা করে হাকিম নিশাপুরী রাহি. বলেন:
هذا إسناد صحيح على شرط الشيخين و لا أعرف له علة و لم يخرجاه
অর্থাৎ এ হাদীসটি সনদের দিক থেকে সহিহ। ইমাম বুখারী এবং মুসলিমের শর্তে উত্তীর্ণ। আমার জানামতে হাদীসে কোন ত্রুটি নেই। যদিও বুখারী এবং মুসলিম রাহি. হাদীসটি বর্ণনা করেন নি।
এরপর হাকিম নিশাপুরী রাহি. বলেন:
و أما حديث وائل بن حجر قال : كان النبي صلى الله عليه و سلم إذا سجد يقع ركبتاه قبل يديه و إذا رفع رفع يديه قبل ركبتيه قد احتج مسلم بشريك
আর এ সংক্রান্ত ওয়াইল বিন হুজর রাযি. এর হাদীস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন, তখন হাটুকে হাতের পূর্বে জমিনে রাখতেন। সিজদা থেকে উঠার সময় হাতকে হাতুর পূর্বে তুলতেন। হাদীসের বর্ণনাকারী শারীক এর সূত্রে হাদীস ইমাম মুসলিম রাহি. উল্লেখ করেছেন।

  তিন নং দলিল
আবদুল্লাহ বিন ইয়াসার রাযি. এর আমল বর্ণনা করেছেন ইমাম আবদুর রাযযাক আস সানআনি রাহি.। কাহমাস বর্ণনা করেন:
إذا سجد وضع ركبتيه ثم يديه ثم وجهه فإذا أراد أن يقوم رفع وجهه ثم يديه ثم ركبتيه
অর্থাৎ তিনি যখন সিজদা করতেন, আগে হাটু রাখতেন, এরপর হাত রাখতেন, এরপর চেহারা রাখতেন। যখন সিজদা থেকে উঠতেন, তখন আগে চেহারা তুলতেন, এরপর হাত তুলতেন, এরপর হাটু তুলতেন। মুসান্নাফে আবদুর রাযযাক: ২৯৫৮।

চার নং দলিল
ইবরাহীম নাখায়ী রাহি. বর্ণনা করেন,
أن عمر كان إذا ركع يقع كما يقع البعير ركبتاه قبل يديه ويكبر ويهوي
অর্থাৎ উমর রাযি. যখন রুকু করতেন, তখন উঠের মতো জমিনে যেতেন। হাতের পূর্বে হাটু রাখতেন। মুসান্নাফে আবদুর রাযযাক: ২৯৫৫, মুসান্নাফে ইবনে আবি শায়বা: ২৭১৮।
পাঁচ নং দলিল
ইবরাহীম নাখায়ী রাহি. এর মতো উমর রাযি. এর আমল প্রসিদ্ধ তাবেয়ী আসওয়াদ রাহি.ও বর্ণনা করেছেন। তিনি বলেন:
أَنَّ عُمَرَ كَانَ يَقَعُ عَلَى رُكْبَتَيْهِ
অর্থাৎ উমর রাযি. সিজদার ক্ষেত্রে আগে হাটুর উপর ভর দিতেন। মুসান্নাফে ইবনে আবি শায়বা: ২৭১৯।

ছয় নং দলিল
উমর রাযি. এর মতো ইবনে উমর রাযি.ও সিজদায় যাওয়ার ক্ষেত্রে আগে হাটু রাখতেন। পরে হাত রাখতেন। উঠার সময় আগে হাত তুলতেন, পরে হাটু তুলতেন। নাফে’ বর্ণনা করেন:
عَنِ ابْنِ عُمَرَ ؛ أَنَّهُ كَانَ يَضَعُ رُكْبَتَيْهِ إذَا سَجَدَ قَبْلَ يَدَيْهِ ، وَيَرْفَعُ يَدَيْهِ إذَا رَفَعَ قَبْلَ رُكْبَتَيْهِ.
অর্থাৎ ইবনে উমর রাযি. সিজদা করার সময় আগে হাটু রাখতেন, তারপর হাত রাখতেন। সিজদা থেকে উঠার সময় আগে হাত তুলতেন, তারপর হাটু তুলতেন। মুসান্নাফে ইবনে আবি শায়বা: ২৭২০।

সনদের দিক থেকে এ বর্ণনা হলো হাসান। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহি. এর এর সনদ হলো:
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إبْرَاهِيمَ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ
অর্থাৎ ইমাম আবু বকর বিন ইবনে আবি শায়বা রাহি. বর্ণনা করেছেন ইয়াকুব বিন ইবরাহীম থেকে, তিনি বর্ণনা করেছেন ইবনে আবি লায়লা থেকে, তিনি নাফে’ থেকে, তিনি বর্ণনা করেছেন ইবনে উমর রাযি. থেকে।

এ ব্যাপারে চাইলে আরও অনেক দলিল উল্লেখ করা যাবে। আশা করি যে কয়েকটি দলিল করেছি, সত্যান্বেষী পাঠকের কাছে বাস্তবতা স্পষ্ট হয়েছে। এরপরও যদি কেউ অপপ্রচার করেন যে, আমাদের আমল সহিহ হাদীসে নেই। তাহলে তার জন্য হেদায়াতের দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই।

বাকি কিছু বর্ণনায় পাওয়া যায় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাওয়ার সময় হাটুর আগে হাত মাটিতে রেখেছেন। উদাহরণস্বরুপ আমি একটি হাদীস আপনাদের সামনে পেশ করছি। আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلاَ يَبْرُكْ كَمَا يَبْرُكُ الْبَعِيرُ وَلْيَضَعْ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ
অর্থাৎ তোমাদের কেউ যখন সিজদা করবে, তখন যেন উটের মতো না ঝুকে। সে যেন হাটুকে হাতের পূর্বে রাখে। আবু দাউদ: ৮৪০।

প্রথম কথা মনে রাখতে হবে, সিজদায় যাওয়ার সময় আগে হাটু রাখবে নাকি, আগে হাত রাখবে? এ ব্যাপারে আবু হুরায়রা রাযি. থেকে দুই ধরণের বর্ণনা পাওয়া যায় অন্য বর্ণনায় পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাওয়ার সময় আগে হাটু রেেেখছেন। ইমাম তাহাবী রাহি. সনদসহ সে বর্ণনাগুলো উল্লেখ করছেন। আমরা পুরোটাই উল্লেখ করছি।
حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُد قَالَ : ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ ، قَالَ : ثنا ابْنُ فُضَيْلٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ ، عَنْ جَدِّهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ { أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إذَا سَجَدَ بَدَأَ بِرُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ }
ইমাম তাহাবী রাহি. বর্ণনা করেছেন ইবনে আবি দাউদ থেকে, তিনি বর্ণনা করেছেন ইউসুফ বিন আদী থেকে, তিনি বর্ণনা করেছেন ইবনে ফুযাইল থেকে, তিনি বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন সাঈদ থেকে, তিনি তার দাদা থেকে, তিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাযি. থেকে, তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন, তখন হাতের আগে হাটু রাখতেন। শারহু মাআনিল আছার: ১/৪৩৭।

মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও ওজরের কারণে আগে হাত রেখেছেন। ইমাম তাহাবী রাহি. এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন।

Check Also

সদকায়ে ফিতর টাকা দ্বারা আদায় করার দলিল নেই?

শায়খ কাজি ইবরাহিম সাহেবের ফতোয়া দেখলাম। তার বক্তব্য অনুসারে টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায়ের কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *