সিজদার জায়গা একটু উঁচু হলে নামাজ আদায়ের বিধান
আমি যাত্রাবাড়ি একটি মসজিদের ইমাম। আমাদের মসজিদের মেহরাবটা বানানো হয়েছে এমভাবে যে, সিজদার স্থান কিছুটা উঁচু।
এখন আমার জানার বিষয় হলো, সিজদার স্থান উঁচু হওয়ার কারণে নামাজে কোন সমস্যা হবে কিনা? দয়া করে জানালে উপকৃত হবো।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে দেখতে হবে উচ্চতার পরিমাণ কতটুকু? যদি তা দুই ইটের সমপরিমাণ হয়, তাহলে সমস্যা নেই। এরচেয়ে অধিক হলে নামাজ হবে না। হাতের আঙ্গুল হিসাবে যার পরিমাণ হলো ১২ আঙ্গুল।
রেজাউল কারীম আবরার
فَلَوْ ارْتَفَعَ مَوْضِعُ السُّجُودِ عَنْ مَوْضِعِ الْقَدَمَيْنِ قَدْرَ لَبِنَةٍ أَوْ لَبِنَتَيْنِ مَنْصُوبَتَيْنِ جَازَ لَا إنْ زَادَ
(فتح القدير: ১॥৩১১)
، وَفِي مُنْيَةِ الْمُصَلِّي ، وَلَوْ أَنَّ مَوْضِعَ السُّجُودِ أَرْفَعُ مِنْ مَوْضِعِ الْقَدَمَيْنِ مِقْدَارَ لَبِنَتَيْنِ مَنْصُوبَتَيْنِ جَازَ ، وَإِنْ كَانَ أَكْثَرَ لَا يَجُوزُ أَرَادَ لَبِنَةَ بُخَارَى ، وَهُوَ رُبْعُ ذِرَاعٍ
. (البحر الرائق: ১॥৫৫৮)
( وَلَوْ كَانَ مَوْضِعُ سُجُودِهِ أَرْفَعَ مِنْ مَوْضِعِ الْقَدَمَيْنِ بِمِقْدَارِ لَبِنَتَيْنِ مَنْصُوبَتَيْنِ جَازَ ) سُجُودُهُ ( وَإِنْ أَكْثَرَ لَا ) إلَّا لِزَحْمَةٍ كَمَا مَرَّ ، وَالْمُرَادُ لَبِنَةُ بُخَارَى ، وَهِيَ رُبْعُ ذِرَاعٍ عَرْضُ سِتَّةِ أَصَابِعَ ، فَمِقْدَارُ ارْتِفَاعِهِمَا نِصْفُ ذِرَاعٍ ثِنْتَا عَشْرَةَ أُصْبُعًا ، ذَكَرَهُ الْحَلَبِيُّ
(رد المحتار: ১॥৫০৩)
মসজিদের মিম্বরের সিঁড়ি নামাজের সেজদার স্থান । যারা মিম্বরের সামনে নামাজ পড়েন তারা সিঁড়ির উপরে সেজদা করেন এতে করে নামাজ বিশুদ্ধ হবে কি না?