আল্লাহ তাআলা আপনাকে এ কথা জিজ্ঞাসা করবেন না যে কোন পদ অর্জন করেছিলে কি না? কিন্তু কুরআনের হক আদায় করে পড়েছেন কি না? সে ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। বিশুদ্ধভাবে কুরআন পড়ার পাশাপাশি আরেকটি খেদমত হল,অর্থ বুঝা। এজন্য বিশুদ্ধভাবে কুরআন পড়া শেখার পর অর্থ বুঝার প্রতি মনোনিবেশ করা চাই। আজকাল কেউ কেউ …
Read More »মসজিদের সম্মান রক্ষা করব কীভাবে?
মসজিদ বানানো হবে জিকির করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ অর্থ, মসজিদে তাদে আল্লাহর মহিমাত্ব এবং তাঁর নামের জিকির করার অনুমতিপ্রদান আল্লাহ দিয়েছেন। সূরা নুর : আয়াত নং ৩৬ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসে বলেন, ‘মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকির …
Read More »