হাতের ইশারায় সালাম বা জবাব দেয়া সহীহ হবে কি?

  হাতের ইশারায় সালাম বা জবাব দেয়া সহীহ হবে কি?
বর্তমানে অনেককে দেখা যায় সালামের জবাব হাতের ইশারায় দেয়। অথবা এমন নি¤œস্বরে প্রদান করে সে, সালামকরী শুনতে পায় না।
এখন আমার জানার বিষয় হল: উল্লেখিত সূরতদ্বয়ে সালামের জবাব প্রদান করা শরীয়ত সম্মত কি না? দয়া করে জানালে উপকৃত হব।
উত্তর
সালামদাতাকে সালামের জবাব শুনিয়ে দেয়া ওয়াজিব। হাতের ইশারায় কিংবা এমন অনুচ্চস্বরে উত্তর দেওয়া যে, সালাম দাতা শুনতে পায় না তাহলে সালামের উত্তর আদায় হবে না। সূতরাং প্রশ্নোক্ত পদ্ধত্তি পরিহার করা উচিত।

তথ্যপুঞ্জি
১.ফাতাওয়া কাজিখান ৩/৩০৭
২.ফাতওয়া বাযযাযিয়া ৩/২০০
৩.আলমুহিতুল বুরহানি ৮/১৮
৪.ফাতাওয়ায়ে আলমগীরী ৫/৩৭৮
৫.রদ্দুল মুহতার ৬/৪৩

Check Also

কুরবানির পশু সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা

কোন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা দিয়ে কুরবানি করা যাবে। এগুলো ছাড়া …

৩ comments

  1. আসসালামু আলাইকুম প্রিয় হুজুর

  2. Assalamualaikum
    Onek sundor ekta oebcat allah apnak kbul kruk apnar nek hayat bariydin amin

  3. Thanks a lot for creating this kinda website. It is crying need to us. By visiting it, we will be able to learn about Islam properly .

Leave a Reply to Abdul Momen Cancel reply

Your email address will not be published. Required fields are marked *