সিজদার জায়গায় নাপাকি থাকলে নামাজ সহীহ হবে কি?

 সিজদার জায়গায় নাপাকি থাকলে নামাজ সহীহ হবে কি?

গতকাল এশার নামাজ পড়ার পর দেখলাম, আমি যে জায়গায় কপাল এবং নাক রেখে সেজদা করেছি, সে জায়গা নাপাক।
এখন জানার বিষয় হল, আমার উক্ত নামাজ সহীহ হয়েছে কি না? দয়া করে জানালে উপকৃত হব।

উত্তর
নামাজের সবচেয়ে গুরুতপুর্ণ রুকন হল সিজদা। আর সিজদা সহীহ হওয়ার জন্য শর্ত হল, যে জায়গায় কপাল এবং নাক রেখে সেজদা করব,  সে জায়গা পবিত্র হওয়া। প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনার কপাল এবং নাক রাখার জায়গা নাপাক ছিল, এজন্য আপনার নামাজ সহীহ হয়নি। উক্ত নামাজ পূণরায় আদায় করতে হবে। আল্লাহ সর্বজ্ঞ।

তথ্যপুঞ্জি
১.রদ্দুল মুহতার ১/৫০১
২.ইমদাদুল ফাতাওয়া ২২৭-২২৮
৩.ফাতাওয়া আলমগীরী ১/১১৮
৪.আলবাহরুর রাইক ১/৪৬৫
৫.আলমুহিতুল বুরহানী ৬/১৭

 

Check Also

কুরবানির পশু সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা

কোন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা দিয়ে কুরবানি করা যাবে। এগুলো ছাড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *