পূঁজায় শুভেচ্ছা  জানানো  যাবে?

বর্তমানে নানা কারণে মুসলমানদের অধ”পতন হয়েছে। ইয়াহুদি খ্রিষ্টানদের নানা বিষয় দ্বারা মুসলমানরা প্রভাবিত হয়ে  যায়।

ধর্ম যার উ’সব সবার শ্লোগান দিয়ে বিধর্মীদের ধর্মীয়  অনুষ্ঠানে মুসলমানরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। ইদানিং শুরু হয়েছে বিভিন্ন ইসলামিক দলও শুভেচ্ছা জানানো শুরু করেছে।

আজকের পর্বে আমরা বিভিন্ন ইমামদের বক্তব্যের আলোকে দেখাব যে, পূজাতে শুভেচ্ছা  জানানো মুসলমানদের জন্য জায়েজ নেই।

ইমাম ইবনুল কায়িম্যিল জাওযিয়্যাহ রাহি. বলেন:

“وإن تَهْنئةَ الكافرين بشعائرهم الخاصة بهم حرام بالإجماع، مثل تهنئتهم بأعيادهم وصومهم بقول: عيد مبارك عليك أو تهنأ بهذا العيد ونحو ذلك.”

অর্থাৎ অমুসলিমদের  তাদের নিজস্ব ধর্মীয় আচারগুলি  উদ্দীপ্ত করে শুভেচ্ছা জানানো ইজমা দ্বারা হারাম।  যেমন তারা তাদের ঈদ বা রোজার সময় তাদের শুভেচ্ছা  জানানো।

 

এ ব্যাপারে বিখ্যাত ফতোয়া গ্রন্থ  ফতোয়া তাতারখানিয়া তে বলা হয়েছে:

“اجتمع المجوس یوم النیروز فقال مسلم: “خوب رسمے نہادہ اند”، أو قال: “نیک آئیں نہادہ اند”  یخاف علیه الکفر”۔

অগ্নিপূজকরা নায়রুজ নামক তাদের ধর্মীয় উৎসবে একত্রিত হয়েছে। তাহলে কোন মুসলমান সেটার কল্যাণকামী হয়ে অভিনন্দন দিলে কুফরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফতোয়া তাতারখানিয়া: ৫/৫১৯।

 

এ ব্যাপারে উপমহাদেশের  বিখ্যাত প্রতিষ্ঠান  বিন্নুরি টাউন করাচির ফতোয়া হলো:

صورتِ  مسئولہ میں ہندؤں کو ان کے مذہبی تہوار مثلا ہولی وغیرہ کے موقع پر مبارک باد دینا گویا ان کے باطل اور شرکیہ عقائد و نظریات کی تائید ہے، اس لیے ہندؤں کو ان کے تہواروں کی مبارک باد دینا جائز نہیں اور اگر مبارک باد دینے سے ان کے دین کی تعظیم مقصد ہو تو اندیشہ کفر ہے، اور اگر تعظیم مقصد نہ ہو تب بھی مبارک باد دینا جائز نہیں۔ نیز ہندو تہوار کا دل میں احترام کرنا گناہ کا سبب ہے۔

অর্থাৎ প্রশ্নোক্ত সূরতে হিন্দুদের তাদের ধর্মীয় উৎসব হুলি উৎসব ইত্যাদিতে মোবারকবাদ জানানোর অর্থ হলো, তাদের বাতিল আকিদা এবং দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করা। এজন্য হিন্দুদের তাদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো জায়েজ  নেই। আর শুভেচ্ছা জানানো দ্বারা যদি তাদের ধর্মের সম্মান উদ্দেশ্য হয়, তাহলে কুফর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি সম্মান  জানানো উদ্দেশ্য না হয়, তারপরও  শুভেচ্ছা  জানানো হারাম। =বিন্নুরি টাউন করাচি: ফতোয়া নং 144509101746

Check Also

জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাত, কিছু কথা

একজন মুসলমান মারা যাওয়ার পর তাঁর সাথে সর্বোচ্চ ভালো আচরণ হলো তার জন্য দোয়া করা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *