পোশাকে পেশাবের আদ্রতা থাকলে সেটার বিধান

মাননীয় মুফতী সাহেব

আমার ভাইয়ের আয়েশা নামে ছোট একটি মেয়ে আছে। বাড়িতে গেলে বেশিরভাগ সময় আমার কোলে থাকে। একবার বাড়িতে গিয়ে কোলে নেওয়ার পর মনে  হলো,  বাচ্চার  পাজামায় পেশাবের আদ্রতা রয়েছে। জানার বিষয় হলো, এ পোশাক পরিধান করার কারণে তার শরীর নাপাক হবে কিনা?

উত্তর

যদি  পাজামায় পেশাবের আদ্রতা থাকে, কিন্তু নিংড়ানো দ্বারা পানি টপকিয়ে না পড়ে, তাহলে ওই কাপড় দ্বারা শরীর নাপাক হবে না। নিংড়ানো দ্বারা পানি টপকালে শরীর নাপাক হয়ে যাবে। তবে নাপাকের প্রভাব প্রকাশিত হয়ে গেলে নাপাক হয়ে যাবে। এ ক্ষেত্রে শরীরও নাপাক হয়ে যাবে।

তথ্যসূত্র

* আদ দুররুল মুখতার: ১/৬১৭,৬১৮।

* ফাতহুল কাদীর: ১/১৯৫, মাকাতাবা রশিদিয়্যাহ।

* আল বাহরুর রায়েক: ১/৩৯০, মাকতাবা আশরাফিয়্যাহ।

* আল মুহিতুল বুরহানী: ১/৩৬৮, ইদারাতুল কুরআন।

উত্তরদাতা

রেজাউল কারীম আবরার

জামেয়া মাহমুদিয়া, যাত্রাবাড়ি,ঢাকা

Check Also

জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাত, কিছু কথা

একজন মুসলমান মারা যাওয়ার পর তাঁর সাথে সর্বোচ্চ ভালো আচরণ হলো তার জন্য দোয়া করা। …

২ comments

  1. আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ মাসআলা জানতে পারলাম। ধন্যবাদ রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ কে।💗💗

  2. আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ মাসআলা জানতে পারলাম। ধন্যবাদ রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ কে।

Leave a Reply to shibbir ahmad Cancel reply

Your email address will not be published. Required fields are marked *