ওজর ছাড়া তারাবীর নামাজ বসে পড়া যাবে?

ওজর ছাড়া তারাবীর নামাজ বসে পড়া যাবে?

আমাদের মসজিদে দেখা যায় অনেকে কোন ওজর ছাড়াই তারাবীর নামাজ বসে পড়ে, এ ক্ষেত্রে শরীয়তের বিধান কী? জানিয়ে উপকৃত করবেন।

উত্তর:

কোন ধরণের ওজর ছাড়া তারাবীর নামাজসহ সব ধরণের নফল নামাজ বসে পড়া জায়েজ আছে। তবে শারয়ী কোন ওজর না থাকলে দাঁড়িয়ে পড়া উত্তম।

তথ্যপঞ্জি

* আল ফাতাওয়া আল হিন্দিয়া: ১/১২৬।

* ফতোয়া তাতারখানিয়্যাহ: ২/৩২৭।

* আল মুহিতুল বুরহানী: ৩/২৯।

* রাদ্দুল মুহতার: ২/৬০৩।

Check Also

পূঁজায় শুভেচ্ছা  জানানো  যাবে?

বর্তমানে নানা কারণে মুসলমানদের অধ”পতন হয়েছে। ইয়াহুদি খ্রিষ্টানদের নানা বিষয় দ্বারা মুসলমানরা প্রভাবিত হয়ে  যায়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *