প্রশ্ন : সিজদায় টুপি পড়ে গেলে করণীয় কী?
আমি সর্বদা গোল টুপি পরিধান করি। মাঝে মধ্যে এমন হয় যে নামাজে সিজদায় যাওয়ার পর টুপি মাটিতে পতিত হয়ে যায়।
এখন আমার জানার বিষয় হলো, এমতাবস্থায় আমি খালি মাথায় নামাজ পড়ব নাকি পূণরায় টুপি পরে নেবো? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
উত্তর : নামাজের আগে টুপি এমনভাবে পরে নেওয়া উচিত, যাতে সিজদায় গেলে জমিনে পতিত না হয়। এরপরেও যদি কখনও কখনও এমন হয়ে যায়, তাহলে এক হাত দ্বারা টুপি পরে নিবে। কারণ, টুপিসহ নামাজ খালি মাথায় নামাজ আদায় করা থেকে উত্তম। আল্লাহ সর্বজ্ঞ।
রেজাউল কারীম আবরার
তথ্যপঞ্জি
১.গুনইয়াতুল মুতামাল্লী: পৃষ্ঠা নং:৪৪৩, আল মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
২. ফতোয়া কাযীখান: ১/৮১, মাকতাবাতুল ইত্তেহাদ।
৩. ফতোয়া বাযযাযিয়্যাহ: ১/৩৫, মাকতাবাতুল ইত্তেহাদ।
৪. আল বাহরুর রায়েক: ২/২৩, জাকারিয়্যা বুক ডিপো।
৫. আল মুহিতুল বুরহানী: ২/১৬৫, ইদারাতুল কুরআন।
৬. ফাতহু বাবিল ইনায়াহ: ১/৩০৫।
Rezaul Karim Abrar