অন্যের কাছে বন্ধক রাখা স্বর্ণের জাকাতের বিধান

অন্যের কাছে বন্ধক রাখা স্বর্ণের জাকাতের বিধান

আমার স্ত্রীর ৮ ভরি স্বর্ণ  কিছুদিন আগে  বন্ধক রেখে কিছু টাকা ঋণ আনি। এখন আমি কী এ আট ভরি স্বর্ণের জাকাত আদায় করতে হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে বন্ধককৃত স্বর্ণের জাকাত আপনাকে আদায় করতে হবে না। জাকাত ফরজ হওয়ার জন্য মালিকানাস্বত্ব থাকার পাশাপাশি নিজের কবজায় থাকাও শর্ত। কিন্তু প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বর্ণের মূল মালিক আপনার স্ত্রী হলেও তা তার মিলকে  ইয়াদ তথা দখলে নেই। সুতরাং উক্ত স্বর্ণের জাকাত  দিতে হবে না। তবে  উক্ত স্বর্ণ ফিরিয়ে আনার পর যদি তাতে বছর পূর্ণ  হয় তাহলে যাকাত আদায় করতে হবে।

তথ্যপঞ্জি
১.আলবাহরুর রায়েক ২/৩৫৫
২.ফতোয়ায়ে আলমগীরী ১/২৩৩
৩.আলফিকহুল হানাফি ফি ছাওবিল জাদিদ ১/৩৫৬
৪.ফাতহু বাবিল ইনায়া ১/৪৭৭
৫.রাদ্দুল মুহতার ২/২৬৩

 

 

Check Also

কুরবানির পশু সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা

কোন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা দিয়ে কুরবানি করা যাবে। এগুলো ছাড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *