মশার রক্ত লাগা অবস্থায় নামাজ আদায় করার বিধান
আমাদের এলাকায় মশার উৎপাত খুব বেশি। অনেক সময় দেখা যায়, মশা মারার পর কাপড়ে রক্ত লেগে থাকে। আর ওই কাপড় পরে আমি নামাজ আদায় করি।
এখন আমার জানার বিষয় হল, মশার রক্ত লাগা অবস্থায় নামাজ আদায় করলে নামাজ সহীহ হবে কি না? দয়া করে জানালে উপকৃত হব।
উত্তর
মশার রক্ত এটা প্রকৃতপক্ষে রক্ত নয়। এজন্য তা কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে না। তাই প্রশ্নোল্লিখিত সূরতে আপনার নামাজ সহিহ হবে। আল্লাহ সর্বজ্ঞ।
তথ্যপুঞ্জি
১.মাজমুউল আনহার ১/৯০
২.খুলাছাতুল ফাতাওয়া ১/৪৩
৩.আলফাতাওয়া আলখানিয়াহ ১/১৪
৪.আলমুহিতুল বুরহানী ১/৩৬৭
৫.আলবাহরুর রায়েক ১/৩৯৮
Rezaul Karim Abrar