গোসল ফরজ অবস্থায় আজান দিলে সেই আজান পুণরায় দিতে হবে কি না ?

গোসল ফরজ অবস্থায় আজান দিলে সেই আজান পুণরায় দিতে হবে কি না ?

আমি যাত্রাবাড়ি একটি মসজিদের মুয়াজ্জিন। মাঝে মাঝে এমন হয়, গোসল ফরজ অবস্থায় গোছল করার আগে ফজরের আজান দিয়ে দেই।
এখন আমার জানার বিষয় হল, জুনুবী অবস্থায় আজান দিলে শেই আজান পুণরায় দিতে হবে কি না ? দয়াকরে জানালে উপকৃত হব।
উত্তর
আজান ইসলামের গুরুত্বপুর্ণ একটি শিয়ারী (প্রতীকী) ইবাদত। এজন্য পবিত্র অবস্থায় আজান দেওয়া জরুরী। গোসল ফরজ অবস্থায় আজান দিলে পুণরায় তা দিতে হবে। আল্লাহ সর্বজ্ঞ।

তথ্যপুঞ্জি
১.আলফাতাওয়া আলখানিয়া ১/৫১
২.ফাতাওয়া বাযযাযিয়্যা ১/১৯
৩.ফাতাওয়ে আলমগীরী ১/১১
৪.আলবাহরুর রায়েক ১/৪৫৮
৫.তাবইনুল হাকাইক ১/২৪৯

Check Also

কুরবানির পশু সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা

কোন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা দিয়ে কুরবানি করা যাবে। এগুলো ছাড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *